ঘুমন্ত শিশুকে গলা কেটে হত্যা
ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের মধ্য গুয়াটন গ্রামে হাসান মীর নামে ৫ বছরের এক শিশুকে নিজঘরে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গ্রামের আঃ সত্তার হাওলাদারের পুত্র মুরাদ হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। নিহত হাসান ওই গ্রামের মৃত মীর আনোয়ার আলী’র ছেলে। সদর থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, রাতে হাসানকে ভাত খাইয়ে ঘুম পড়িয়ে হাসানের মা পাশের এক ঘরে যান। হাসানের মা রাজিয়া বেগম বিধবা হওয়ায় ঝিয়ের কাজ করে কোন মতে সংসার চালাতেন। এ সুযোগে ঘুমন্ত হাসানকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করা হয়। রাতেই জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুধবার সকালে রাজিয়া বেগম বাদী হয়ে সদর থানায় মুরাদসহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। ওসি আরো জানান, প্রায় ২ মাস পূর্বে গাছ কাটার অভিযোগে এবং মাস খানেক পূর্বে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুরাদের বিরুদ্ধে মামলা করেন নিহত হাসানের মা রাজিয়া বেগম।