মাহিন্দ্রা কেড়ে নিল ৫ বছরের শিশুর প্রাণ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের বাসাইল গ্রামের শফিকুল ইসলামের শিশু মেয়ে নুসরাত ওরফে আসমা (০৫) মাহিন্দ্রায় চাপায় নিহত হয়েছে। নিহত নুসরাত ওরফে আসমা স্কুলের গন্ডিও পেরোই নি এখনো। শিশুটির মৃত্যুতে তার পরিবারের লোকজনসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ২৭ জুন বেলা ১১ টার সময় শিশুটি তার বাড়ী রোডের পাশে হওয়ায় বাড়ীর আঙ্গিনায় খেলা করছিল। ঘাতক মাহিন্দ্রা বেপরোয়া ভাবে চালিয়ে এসে শিশু নুসরাত ওরফে আসমা (০৫) কে চাপা দিয়ে চলে যায়। পরে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনাস্থলে পুলিশ গিয়ে মাহিন্দ্রা চালক মনির (৩৫)কে আটক করে সিরাজদিখান থানায় নিয়ে আসে। শিশুটির মামা মোঃ শাহাবুদ্দিন জানান, এই এলাকার ইট ভাটার মালিকরা মাহিন্দ্রা দিয়ে ইট, মাটি আনা নেওয়া করে। তারা বেপরোয়া ভাবে মাহিন্দ্রা চালিয়ে আমার ৫ বছরের ভাগনীকে আজকে মেরে ফেলল আমি মাহিন্দ্রা মালিক এবং ড্রাইভারের উপযুক্ত শাস্তি চাই।