শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চীনকে ঠেকাতে সামরিক মিত্রের সন্ধানে যুক্তরাষ্ট্র

১ জুলাই, সিএনএন : চীনকে ঠেকাতে সামরিক মিত্রের সন্ধান করছে যুক্তরাষ্ট্র। দেশটি এ উদ্দেশ্যে ইতোমধ্যেই বিতর্কিত দক্ষিণ চীন সাগর অঞ্চলে একটি বিশাল যৌথ সামরিক মহড়াও চালিয়েছে। এ অঞ্চলে চীনের কৃত্রিম দ্বীপটিকে কেন্দ্র করে ফিলিপাইন, তাইওয়ান, মালয়শিয়া ও ব্রুনেই এর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তারা সবাই এ দ্বীপটিতে অংশিদার বলে দাবি করে আসছে।

দক্ষিণ চীন সাগর অঞ্চলে চীন বিরোধী তৎপরতা চালিয়ে তাদের বিপক্ষে একটি নতুন শক্তি দাঁড় করানোর চেষ্টা করছে বলে এক পর্যবেক্ষণে উঠে এসেছে। তারা অঞ্চলটিতে চীনের বিরুদ্ধে সামরিক অবস্থান নিয়ে তাদের মিত্র বাড়ানোর চেষ্টায় আছে। মার্কিন এ নীতিটি বেশ কাজও করছে। তাই তাদের যৌথ সামরিক মহড়ার ডাকে তাইওয়ান ও ব্রুনেইসহ বেশ কয়েটি রাষ্ট্র সারা দিয়েছিল। উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র তাদের অন্যতম বৃহত্তম সামরিক প্রতিদ্বন্দ্বীকে রুখতে দক্ষিণ চীন সাগরে বিশ্বের সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া চালিয়েছে। তাতে মোট ২৫ জাতির অন্তত ৪৬টি জাহাজ, ২০০টি যুদ্ধবিমানসহ ও ২৫হাজার সৈন্য অংশ নিয়েছিল।

অনলাইন আপডেট

আর্কাইভ