বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

আর বিশ্বকাপ খেলবেন না হোন্ডা

শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত শুররু করেও শেষমেশ ৩-২ গোলের ব্যবধানে হারতে হয়েছে এশিয়ার দেশ জাপানকে। শেষমেশ বিদায় নিতে হয়েছে আসরের নক আউট পর্ব থেকেই। আর, বিশ্বকাপ থেকে বিদায় নিতে না নিতেই দলের তারকা কেইসুকি হোন্ডা জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ। এমন দুর্দান্ত খেলেও শেষ আটে যাওয়ার স্বাদটা পেলো না জাপানিরা। আর তাই দলের বিদায়ের সঙ্গে সঙ্গে হোন্ডা জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ। জাতীয় দলের জার্সিতে ৯৮টি ম্যাচে মাঠে নেমে ৩৭টি গোল করা এই তারকা বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের পর জানিয়ে দিলেন, আর বেশিদিন মাঠে দেখা যাবেনা তাকে, ‘জাতীয় দলের হয়ে ক্যারিয়ার শেষ করতে যাচ্ছি। আমি খুব খুশি, কারণ আমাদের দলে অনেক তরুণ উদীয়মান খেলোয়াড় আছে। ওরা এখন জাপানের হয়ে ইতিহাস লিখবে। 

তবে, বিশ্বকাপকে বিদায় বললেও এখনো অবসরের ঘোষণা দেননি জাপানের এই তারকা। জানিয়েছেন, আরো কিছুদিন জাতীয় দলের জার্সিতে খেলার কথা।’ ৩২ বছর বয়সী এই ফুটবলারের জাতীয় দলে অভিষেক হয়েছিল ২০০৮ সালে। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ