নন্দীগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। ২৮ শে জুন বেলা ২টায় নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল ২০১৮-২০১৯ অর্থ বছরের ১০ কোটি ৬ লাখ ৮৬ হাজার ৬২৮ টাকার বাজেট ঘোষণা করেন।
নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েলের সভাপতিত্বে উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। অন্যদের মধ্যে বক্তব্য দেন, নন্দীগ্রাম পৌরসভার সচিব আব্দুল বাতেন, কাউন্সিলর আলী হাসান, বেলায়েত হোসেন আদর, আনোয়ার হোসেন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকার ও সাধারণ সম্পাদক মুুনিরুজ্জামান প্রমুখ।