রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯
প্রকাশিত: রবিবার ০৮ জুলাই ২০১৮ | প্রিন্ট সংস্করণ
রংপুর অফিস: রংপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে পুলিশ ৩৯ জনকে গ্রেফতার করেছে। রোববার থেকে গত সোমবার সকাল পর্যন্ত মাদকবিরোধী বিশেষ অভিযানে জেলার ৮ থানার বিভিন্ন এলাকা থেকে এই ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এদের বিরুদ্ধে থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। এসময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।