শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

জাপানিজ ক্লাবে তোরেস

স্পোর্টস ডেস্ক : ২০১৭-১৮ মওসুম শেষেই অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে সম্পর্কটা ছিন্ন করেছেন। ফার্নান্দো তোরেসের নতুন ঠিকানা কোথায় হয়, সেটাই ছিল দেখার। ইউরোপের কোনো ক্লাবে নয়, জাপানিজ ক্লাব সাগান তসুতে যোগ দিয়েছেন প্রাক্তন লিভারপুল, চেলসি ও স্পেন স্ট্রাইকার। তোরেস এসি মিলানে ধারে খেলার পর ২০১৪ সালে শৈশবের ক্লাব অ্যাটলেটিকোতে ফেরেন। মাদ্রিদের ক্লাবটির হয়ে শেষ মওসুমে জেতেন ইউরোপা লিগের শিরোপা। স্পেনের বিশ্বকাপ ও ইউরো জয়ী এই খেলোয়াড় ২০১২ সালে চেলসির হয়ে জেতেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ইংল্যান্ডে আট বছরের স্পেলে ৩১৪ ম্যাচে ১২৬ গোল করেন তোরেস। এর মধ্যে চার বছর লিভারপুলের হয়ে ১৪২ ম্যাচে করেন ৮১ গোল। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তোরেস বলেছেন, ‘ফ্রান্স, জার্মানি, এমনকি স্পেনের একটি ক্লাব থেকেও প্রস্তাব পেয়েছিলাম আমি। কিন্তু আরেকটি ইউরোপিয়ান ক্লাবে যাওয়ার চিন্তা আমি কখনো করিনি। শেষ পর্যন্ত জাপানকে বেছে নিলেন ৩৪ বছর বয়সি তারকা।ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ