বন্যাসহ প্রাকৃতিক বিপর্যয় রোধে বৃক্ষরোপণ অপরিহার্য -ছাত্রশিবির
বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখা।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কেন্দ্রীয় অর্থ সম্পাদক হাসানুল বান্নাহ’র নেতৃত্বে রাজধানীর মিরপুর এলাকায় র্যালি ও সমাবেশ করে নেতাকর্মীরা। এ সময় মহানগরী সভাপতি আব্দুল আলিম, সেক্রেটারি জুবায়ের হোসেন রাজন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, অর্থ সম্পাদক বুরহান উদ্দিনসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালিত্তর সমাবেশে হাসানুল বান্নাহ বলেন, অবাধে বনাঞ্চল ধ্বংস ও অপরিকল্পিত শিল্পায়নের ফলে বর্তমানে বাংলাদেশ চরম প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন। ফলে অতিবৃষ্টি ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। বিপন্ন পরিবেশের ভারসাম্য ফিরিয়ে না আনলে ভবিষ্যতে তা আরো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে। যার দরুন আগামীতে বাংলাদেশ মানুষ বসবাসের জন্য অযোগ্য ভূমিতে পরিণত হবে। সরকারের দায়িত্ব পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করা। একই সাথে সবাইকে যার যার অবস্থান থেকে ব্যপক হারে গাছের চারা রোপণ জরুরি। প্রেস বিজ্ঞপ্তি।