বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিয়ে বিভিন্ন স্থানে অবহিতকরণ সভা

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আগামী ১৪ জুলাই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) যথাযথ ভাবে পালনের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। 

গত মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী মোঃ আইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত। 

বক্তব্য রাখেন-পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সুমন মিয়া, ডাঃ মো. এমরান ভূঁইয়া, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বদর উদ্দিন ও সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল প্রমূখ। কর্মশালায় বক্তারা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুলের উপকারিতা ও বাচ্চাদের শারীরিকভাবে বেড়ে ওঠায় এ ক্যাপসুলের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ বিষয়ে উপজেলার প্রত্যেকটি গ্রামের নারী পুরুষ সহ সকল শ্রেণি পেশার মানুষকে উদ্বুুদ্ধকরণের কৌশলের প্রস্তাব রাখেন বক্তারা। হাসপাতাল সূত্রে জানা যায়, সরাইলে ৬- ১১ মাস বয়সের ৫ হাজার ৫৮৮ জন শিশু ও ১২-৫৯ মাস বয়সের ৪৭ হাজার ৫৬৫ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর উপজেলায় মোট ২১৭টি কেন্দ্রে একসাথে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচি বাস্তবায়নে কাজ করবেন ৪৩২ জন কর্মী। এর মধ্যে রয়েছে ৩-৪টি বেসরকারি সংস্থার লোকজনও।

দুপচাঁচিয়া (বগুড়া)

গত ১০ জুলাই সকালে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুস কুদ্দুস মন্ডলের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা ফেরদৌস রহমান, ডাক্তার আয়েশা সিদ্দিকা, ইউনিয়ন চেয়ারম্যান শাহ মোহাম্মদ আব্দুল খালেক, থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এসআই নাসির, প্রধান শিক্ষক বেলাল হোসেন সহ প্রমূখ। সমগ্র সভাটি পরিচালনা করেন ডাক্তার দেলোয়ার হোসেন। উল্লেখ্য আগামী ১৪ জুলাই শনিবার সারা দেশে প্রথম পর্যায়ে শিশুদের জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন দিবস অনুষ্ঠিত হবে। এ দিন এই উপজেলায় মোট ১শত ৪৪ টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাসের মোট ১৯১৯ জন ও ১২ মাস থেকে ৫৯ মাসের ১৫৩৭৪ জন শিশু কে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ