শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নির্বাচনের আগে পাকিস্তানে ফের জঙ্গি হামলায় নিহত ৪ জন

১৩ জুলাই, ডন : আসন্ন নির্বাচনকে সামনে রেখে পাকিস্তানি নির্বাচনী র‌্যালিতে জঙ্গিরা আবার হামলা চালায়। স্থানীয় পুলিশ জানায় এ হামলায় ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা কমপক্ষে ১৯জন।

পাকিস্তানের ইসলামিক রাজনৈতিক দল 'জুই-এফ' গতকাল শুক্রবার সকালে তাদের নির্বাচনী প্রচারনার জন্য র‌্যালির আয়োজন করে। র‌্যালিটি তখন পাকিস্তানের হুউয়াইদ অঞ্চলে অবস্থান করছিল। আকস্মিক বোমা হামলায় দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে লোকজন। মুহূর্তে র‌্যালি ভঙ্গ হয়ে যায়। তৎক্ষণাৎ মারা যান ৪জন। মোটরসাইকেলে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

র‌্যালিতে অবস্থান করছিলেন পাকিস্তানের সাবেক মন্ত্রী আকরাম খান দুরানী। তিনি 'জুই-এফ' দল থেকে এবার নির্বাচন করছেন। এ হামলায় তিনি অক্ষত আছেন বলেন পুলিশ নিশ্চিত করেছে।

আসন্ন পাকিস্তান সাধারণ নির্বাচনকে ঘিরে জঙ্গিরা ক্রমাগত বোমা হামলার হুমকি দিয়ে আসছে। এ নিয়ে পাকিস্তানে জঙ্গিরা নির্বাচনের আগে দ্বিতীয় হামলা করলো।

অনলাইন আপডেট

আর্কাইভ