শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

বিশ্বকাপ ফাইনাল দেখাতে আইফেল টাওয়ারে বসছে জায়ান্ট স্ক্রিন

স্পোার্টস ডেস্ক: রোববার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ফ্রান্স। শিরোপার লড়াইয়ের ঐতিহাসিক এই মুহূর্তেকে উপভোগ করতে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারে জায়ান্ট স্ক্রিন বসাচ্ছে নগর কর্তৃপক্ষ। সেমি-ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে ২০০৬ সালের পর আবার বিশ্বকাপের ফাইনালে ওঠে লা ব্লুজরা। ওই ম্যাচটি সিটি হলের জায়ান্ট স্ক্রিনে ২০ হাজার দর্শকের সাথে উপভোগ করেন প্যারিসের মেয়র অ্যান হিডালগো। দল ফাইনালে ওঠার পরই তিনি ফাইনালের দিন আইফেল টাওয়ারে জায়ান্ট স্ক্রিন বসানোর ঘোষণা দেন। স্ক্রিনটি টাওয়ারের পাদদেশে স্থাপন করা হবে।

অ্যান হিডালগো বলেছেন, ‘আমরা আপনাকে প্যারিসে ফাইনাল দেখাব। এটা হবে দ্য চ্যাম্পস ডি মার্সে। সেখানে আমাদের অনেকেই থাকবে। ম্যাচের দিন ওই এলাকায় সিকিউরিটি প্যারামিটারও স্থাপন করা হবে। ফ্যান জোনে প্রবেশের আগে প্রত্যেকের তল্লাশি করা হবে। এছাড়া রোববার পুরো এলাকায় থাকবে কঠোর নিরাপত্তা বেষ্টনী। ২০১৬ সালের ইউরোর সময়ও দ্য চ্যাম্পস ডি মার্সে জায়ান্ট স্ক্রিনে খেলা সম্প্রচার করা হয়েছিল। ৯০ হাজার দর্শক সে সময় জায়ান্ট স্ক্রিনে সরাসরি ইউরোর ম্যাচ উপভোগ করেছিল। সূত্র : দি লোকাল।

অনলাইন আপডেট

আর্কাইভ