শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে যমুনায় পানি বৃদ্ধি ॥ নিম্নাঞ্চল প্লাবিত

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা: প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধিঅব্যাহত থাকায় সিরাজগঞ্জে ভয়াবহ বন্যার আশংকা করা হচ্ছে। যমুনা নদীর পানি এখন বিপদ সীমা ছুই ছুই। নদীর তীরবর্তী চেীহালী, শাহজাদপুর, কাজিপুর, সিরাজগঞ্জ, এনায়েতপুর ও বেলকুচি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নিম্নাঞ্চলে পাট কাউন তিলসহ বিভিন্ন ফসল ডুবে গেছে। বেলকুচিতে এক শিশু বন্যার পানিতে ডুবে মারা গেছে। যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বিভিন্ন স্থানে প্রচন্ড ভাঙ্গনও শুরু হয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, সপ্তাহ ধরে দফায় দফায় প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি আশংকাজনকভাবে বাড়ছে। বর্তমানে যমুনা নদীর পানি বিপদ সীমার ২ সেঃ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে অনেক স্থানে ভাঙ্গনও দেখা দিয়েছে। বিশেষ করে এনায়েতপুর থানার বিভিন্ন স্থানে প্রচন্ড ভাঙ্গনে বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ভারতের মেঘালয়সহ বিভিন্ন ও রাজ্যে ভারি বর্ষণ অব্যাহত থাকায় বাংলাদেশের উত্তরাঞ্চলের যমুনা নদীসহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে বলে তিনি উল্লেখ করেন। এদিকে, সোমবার বেলকুচি উপজেলার ওয়াপদার খাদে বন্যার পানিতে ডুবে ছিয়াম নামে (৬ ) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ক্ষিদ্রমাটিয়া গরুর হাট গ্রামের আব্দুল সালামের ছেলে। স্থানীয়রা জানায়, বিকেলে অন্য ছেলেদের সঙ্গে বন্যার পানিতে গোসল করার সময় নিখোঁজ হয় সিয়াম। ওই দিন সন্ধ্যার দিকে তার লাশ পানিতে ভেসে ওঠে।

অনলাইন আপডেট

আর্কাইভ