বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

হজ্ব ক্যাম্পে মাসব্যাপী হামদর্দের ফ্রি চিকিৎসাসেবা ওষুধ বিতরণ ও তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন

সম্মানিত হজ্ব যাত্রীদের মাঝে মাসব্যাপী ফ্রি চিকিৎসাসেবা ওষুধ বিতরণ এবং হজ্ব সর্ম্পকীয় তথ্যসেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। গতকাল শনিবার হযরত শাহজ্বালাল আন্তর্জাতিক বিমান বন্দর সংলগ্ন হজ্ব ক্যাম্পে হামদর্দ-এর চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হামদর্দ ফ্রি চিকিৎসাসেবা ও হজ্ব সম্পর্কীয় তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করেন হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান, সাবেক সচিব কাজী গোলাম রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক হজ্ব অফিস, মোঃ সাইফুল ইসলাম এবং হামদর্দের মোতাওয়াল্লী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া রাসেল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন লেঃ কর্ণেল মাহবুবুল আলম চৌধুরী (অবঃ), সহকারী পরিচালক হামদর্দ ফাউন্ডেশন আবু ইউছুফ আব্দুল হক ও সম্মানিত হজ্ব যাত্রীগণ। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ