নাটোরে গ্রাম্য সালিশে রক্তক্ষয়ী সংঘর্ষ আতঙ্কে বৃদ্ধের মৃত্যু
নাটোর সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে মারামারির বিষয় নিষ্পত্তির জন্য ডাকা গ্রাম্য সালিশে পুনরায় সংঘর্ষ ঘটলে আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. জনাব আলী (৬৫) নামে এক বৃদ্ধ মুদি দোকানদারের মৃত্যু হয়েছে। সংঘর্ষে মহিলাসহ ছয় জন আহত হয়েছে। শুক্রবার উপজেলার জোনাইল ইউনিয়নের কুশমাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জনাব আলী এ গ্রামের মৃত রজব আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য আসমত আলী জানান, কুশমাইল গ্রামের মো. জনাব আলীর ভাতিজা মজিবুর রহমান ও ভাগিনা হযরত আলীর মধ্যে ২৯ শতাংশ জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে কয়েকদিন আগে সংঘর্ষ ঘটে। এ বিষয়টি মিমাংসার জন্য শুক্রবার সকালে মজিবুরের বাড়িতে সালিশ বসে। সালিশে তর্ক-বিতর্কের এক পর্যায়ে তারা পুনরায় দেশীয় অস্ত্র-শস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে মহিলাসহ ছয় জন আহত হন। খবর পেয়ে মো. জনাব আলী এগিয়ে গিয়ে মারামারি ও রক্তপাতের দৃশ্য দেখে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার এসআই তহসেনুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।