শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

মেসি-রোনালদোকে ছাড়াই ফিফার সেরা একাদশ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের একুশতম আসরের শিরোপা ঘরে তুলেছে ফ্রান্স। এরপর ২০২২ সালের কাতারে  নবেম্বর-ডিসেম্বরে আবারো লড়াই হবে শিরোপার। ফুটবল বিশ্বকাপের অন্যান্য আসরের মতো এবারও বিশ্বকাপে খেলোয়াড়দের পারফর্মেন্সের ওপর ভিত্তি করে দল ঘোষণা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যার নাম ‘ওয়ার্ল্ড কাপ ২০১৮ টিম অব দ্যা টুর্নামেন্ট’। তবে সদ্য ঘোষিত এই একাদশ নিয়ে সামজিক মাধ্যমে ইতোমধ্যে বিতর্ক তৈরি হয়েছে ফুটবলভক্তদের মাঝে। একাদশে জায়গা পাননি টুর্নামেন্টের সেরা গোলদাতা খেলোয়াড় হ্যারি কেইন। অন্যদিকে এবার সেরা গোলরক্ষক গোল্ডেন গ্লাভস জয়ী বেলজিয়ামের থিবো কোর্তোয়াও প্রকাশিত একাদশে জায়গা পাননি। টুর্নামেন্টে অংশ নেয়া ৩২টি দলের মধ্যে মাত্র ৫টি দলের খেলোয়াড়রা ‘ওয়ার্ল্ড কাপ টিম’-এ ১১ জনের তালিকায় স্থান পেয়েছেন। দলে সুযোগ পাননি বিশ্বের সবচেয়ে বড় দুই তারকা আর্জেন্টিনার লিওনেল মেসি ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। ফিফা বিশ্বকাপ একাদশে আছেন: হুগো লরিস (ফ্রান্স), উইরেন ট্রিপার (ইংল্যান্ড), রাফায়েল ভারানে (ফ্রান্স), ডেজান লভরেন (ক্রোয়েশিয়া), অ্যাশলে ইয়ং (ইংল্যান্ড), পাওলিনহো (ব্রাজিল), লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া), নেইমার (ব্রাজিল), কিলিয়েন এমবাপ্পে (ফ্রান্স), অ্যান্তোনি গ্রিজম্যান (ফ্রান্স) ও হ্যাজার্ড (বেলজিয়াম)। ফিফাডটকম

অনলাইন আপডেট

আর্কাইভ