মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

প্রিমিয়ার হ্যান্ডবল লিগ শুরু

স্পোর্টস রিপোর্টার : কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লিগের উদ্বোধনী দিনে জয় পেয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন, বাংলা ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘ। গতকাল শনিবার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে প্রিমিয়ার হ্যান্ডবল লিগের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌসুমী ইন্ডাষ্ট্রিজ লিমিটেড (কিউট) এর চেয়ারম্যান কাজী রাজিব উদ্দিন আহম্মেদ চপল। এছাড়াও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি, হাসান উল্লাহ খান রানা ও মো: নুরুল ইসলাম, লিগ কামিটির চেয়ারম্যান ও ঢাকা মহানগর উপ-পুলিশ কমিশনার (ফোর্স ও ওয়েলফেয়ার) এ বি এম মাসুদ হোসেন, সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন সহ ফেডারেশনের অনান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। খেলা শুরুর পূর্বে মৌসুমী ইন্ডা¯িট্রজ লিমিটেড (কিউট) এর চেয়াম্যান ও এম.ডি এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মরহুম কাজী মাহাতাব উদ্দিন আহাম্মেদ এর স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

উদ্বোধনী খেলায় কোয়ান্টাম ফাউন্ডেশন ৩৪-৩৩ গোলে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাবকে হারিয়ে শুভ সূচনা করেছে। প্রথমার্ধে বিজয়ী দল ২০-১৫ গোলে পিছিয়ে ছিল। একই স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় বাংলা ক্লাব ৩২-২০ গোলে মেনজিস ক্রীড়া চক্রকে হারায়। প্রথমার্ধে বিজয়ী দল ২২-০৬ গোলে এগিয়ে ছিল। দিনের তৃতীয় ও শেষ খেলায় আরামবাগ ক্রীড়া সংঘ ৩২-২৫ গোলে সূর্যোদয় ক্রীড়া চক্রকে হারিয়ে শুভ সূচনা করেছে।

 

অনলাইন আপডেট

আর্কাইভ