বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

চুয়াডাঙ্গা জেলা পরিষদের ২০১৮-১৯ অর্থবছরে ৩৩ কোটি টাকার বাজেট অনুমোদন

চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গা জেলা পরিষদের ২০১৮-১৯ অর্থবছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় জেলা পরিষদের সম্মেলনকক্ষে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩২ কোটি ৮৩ লাখ ৮২ হাজার টাকার বাজেট উপস্থাপন করেন জেলা পরিষদের হিসাবরক্ষক আসলাম উদ্দিন। সর্বসম্মতিক্রমে বাজেট সভায় অনুমোদন করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ সামসুল আবেদীন খোকনের সভাপতিত্বে সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরজাহান খানম, সহকারী প্রকৌশলী সামাদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রশীদ ও প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী উপস্থিত ছিলেন।
২০১৮-২০১৯ অর্থবছরে ৩২ কোটি ৮৩ লাখ ৮২ হাজার টাকা বাজেটে ধরা হয়েছে। ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট ছিলো ২৩ কোটি ১৪ লাখ ৬৭ হাজার টাকা। চলতি বছরের বাজেটের মধ্যে সাধারণ সংস্থাপন ও অন্যান্য সংস্থাপন ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ২৫ লাখ ৯০ হাজার ৩৯৯ টাকা, উন্নয়ন খাতে ব্যয় (নিজস্ব তহবিল) ২ কোটি ১০ লাখ টাকা, সরকারি খাতে ব্যয় (সরকারি অনুদান) ১৫ কোটি ৩ লাখ ৪০ হাজার টাকা এবং বিভিন্ন খাতে ব্যয় ৯ কোটি ৪৪ লাখ ৫১ হাজার ৬০১ টাকা। অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ সামসুল আবেদীন খোকন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলা পরিষদের সেবা জনগণের কাছে পৌঁছুয়ে দিতে পারি সেজন্য সকলকে আপ্রাণ চেষ্টা করতে হবে। এলাকার উন্নয়নে রাজস্ব খ্যাত দ্বিগুণ করতে হবে। আগামী দিনে পরিকল্পনা নিয়ে জেলা পরিষদকে এগিয়ে নিতে হবে। সবাইকে সাথে নিয়ে ভবিষ্যতে উন্নয়ন করতে চাই। কর্মচারীদের কল্যাণের কথা ভেবে একটি কল্যাণ তহবিল গঠন করা হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ