শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

সিংড়া পৌর বিএনপির সভাপতি দাউদার মাহমুদকে জেল হাজতে প্রেরণ

সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়া পৌর বিএনপির সভাপতি দাউদার মাহমুদকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। সিংড়ায় হরতাল ও অবরোধের সময় পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান ও নাশকতার ঘটনা নিয়ে মামলায় মঙ্গলবার তিনি আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে নাটোর জুডিশিয়াল আদালত-২ ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারি মাসে সরকার বিরোধী হরতাল চলাকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি পরিবহনে হামলা, ভাংচুর ও পুলিশকে মারপিটের ঘটনা ঘটে। পরে সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন বাদী হয়ে পুলিশের কর্তব্য কাজে বাঁধা প্রদান ও মারপিটের অভিয়োগে হুকুমের আসামী করে সিংড়া থানায় মোট ২৮জনকে আসামী করে দুটি পৃথক মামলা দায়ের করে। এই মামলায় তিনি মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

অনলাইন আপডেট

আর্কাইভ