শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কক্সবাজার শহরে এলোপাতাড়ি বাস ভাঙচুর ॥ হামলাকারী আটক

শাহনেওয়াজ জিল্লু, কক্সবাজার : কক্সবাজার শহরের লালদীঘির পাড়ে অপেক্ষমান যাত্রীবাহী বিলাসবহুল গাড়িতে এলোপাতাড়ি হামলা চালিয়ে অস্ত্রধারী যুবক। এসময় এক এক করে চার-চারটি বিলাসবহুল গাড়ির গুরুত্বপূর্ণ অংশগুলো ভেঙ্গে দিয়েছে হামলাকারী।
শুধু তাই নয় এরপর সেখানে অবস্থান নেওয়া গাড়িগুলোতে অগ্নিসংযোগেরও চেষ্টা চালায় সে। এসময় মোঃ জাহিদ (৪২) নামের এই আততায়ীকে দুর থেকে রাবার বুলেট ছুঁড়ে দমানোর চেষ্টা করা হয়। ভাংচুরকৃত বাস ৪টির মধ্যে ৩টি এস আলম ও একটি সৌদিয়া ব্র্যান্ডের গাড়ি।
শনিবার (২১জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যুবক পুলিশকেও ছুরি নিয়ে ধাওয়া করে। পরে ৪ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে তাকে দমানো হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ধৃত জাহিদ লালদীঘি পূর্বপাড়ের এম. রহমান সিটি সেন্টারের মালিক মৃত মুফিজুর রহমান কন্ট্রাক্টর এর ছেলে।
সে পুলিশ হেফাজতে রয়েছে।
এদিকে, নাশকতামূলক এ ঘটনার পেছনে কোন রহস্য লুকায়িত আছে কিনা তা তদন্ত করার দাবী জানিয়েছে মালিকপক্ষ।
ক্ষতিগ্রস্ত বাস সৌদিয়া পরিবহনের ইনচার্জ নিরুপম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ