বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ফখরকে সামলাতে হাসির পরামর্শ

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজটা দুর্দান্ত না কেটেছে ফখর জামানের। পাকিস্তানের এই ওপেনার রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন। প্রথম পাকিস্তানি হিসেবে ডাবল সেঞ্চুরি, সবচেয়ে দ্রুততম এক হাজার রান, পাঁচ ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রান! সেপ্টেম্বরের এশিয়া কাপে ফখরকে মোকাবিলা করতে হবে ভারতের বোলারদের। সেখানে পাকিস্তানী ওপেনারকে কীভাবে সামলাতে হবে, ভারতীয় বোলারদের সেই পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি মাইক হাসি। হাসি বলেন, ‘ফখর জামানের বিপক্ষে ভারতের পরিকল্পনা ভালো হতে হবে। লাইন ও লেংথ আঁটসাঁট রাখতে হবে, নিয়ন্ত্রিত হতে হবে এবং চাপ অব্যাহত রাখতে হবে, কিছু ডট বল করে চাপ বাড়াতে হবে। শুরুতেই বড় শট খেলার জন্য তাকে প্রলুব্ধ করতে হবে। আমার মনে হয়, বলের গতির পরিবর্তন তার বিপক্ষে ভালো কাজ করতে পারে। কারণ সে বলের ওপর চড়াও হয়, গতি কমিয়ে সুবিধা পাওয়া যেতে পারে।’

 বর্তমানে ভারতে তামিল নাড়ু প্রিমিয়ার লিগে স্টার স্পোর্টসের ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন হাসি। অস্ট্রেলিয়ান কিংবদন্তি ফখরকে আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে আখ্যায়িত করেন। সে দারুণ আক্রমণাত্মক একজন খেলোয়াড়। তাকে বল কর কঠিন, কারণ সে মাঠের চারপাশেই শট খেলতে পারে। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৯ সেপ্টেম্বর। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।

অনলাইন আপডেট

আর্কাইভ