মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

মালয়েশিয়া সরকারের বড় অংশ দুর্নীতিবাজ --মাহাথির

২৬ জুলাই, সিএনএন : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত সর্বশেষ বৈশ্বিক দুর্নীতি সূচকে ১৮০টি দেশের মধ্যে মালয়েশিয়ার অবস্থান ৬২। এবার দেশটির সর্বোচ্চ পর্যায়ের বেশিরভাগ কর্মকর্তাই দুর্নীতিবাজ বলে স্বীকার করে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ। পুত্রজায়াতে নিজ কার্যালয়ে সাক্ষাৎকারে মাহাথির বলেন, বাইরে থেকে মালয়েশিয়ার যে ক্ষতিটা আমরা দেখছি ভেতরে তার রূপ আরও বেশি ভয়াবহ। আমরা কখনই আশা করিনি এত বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। সরকারের সর্বোচ্চ পর্যায়ের বেশিরভাগ কর্মকর্তাই দুর্নীতিবাজ। 

চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে নতুন করে ক্ষমতায় আসেন ৯২ বছরের মাহাথির। এর আগে ২২ বছর মালয়েশিয়ার শাসন করার পর রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন। মাহাথির বলেন, ক্ষমতাগ্রহণের পর এমন ব্যক্তিদের সঙ্গে কাজ করতে হচ্ছে যারা নিজেরাই দুর্নীতির দায়ে অভিযুক্ত। এভাবে কাজ চালানো খুবই কঠিন। কারণ আপনি যদি বিশ্বাসী লোকের সঙ্গে কাজ না করেন তাহলে আপনি যে কাজ চান সেটা তারা করবে কী করবে না তা সম্পর্কে নিশ্চিত হবে পারবেন না।

অনলাইন আপডেট

আর্কাইভ