ভারতের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম টেস্টে রশিদ-মঈন
স্পোর্টস ডেস্ক: ২০১৬ সালের পর আবারও ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পেলেন আদিল রশিদ। যে দলের বিপক্ষে সবশেষ পাঁচ দিনের ম্যাচ খেলেছিলেন, সেই ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ফিরলেন এই স্পিনার। তার সঙ্গে এজবাস্টন টেস্টের দলে ফিরেছেন অলরাউন্ডার মঈন আলী। চমক আছে আরও। ১ আগস্ট শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৩ জনের দলে আছে নতুন মুখ। প্রথমবারের মতো ডাক পেয়েছেন এসেক্স পেসার জেমি পোর্টার। ২৫ বছর বয়সী এই পেসার আন্তর্জাতিক অঙ্গনে না খেললেও প্রথম শ্রেণির অভিজ্ঞতা অনেক। নিজেকে প্রমাণও করেছেন কাউন্টি ক্রিকেটে। প্রথম শ্রেণির ৬১ ম্যাচে তার শিকার ২৪০ উইকেট। পোর্টারের দলে থাকার চেয়ে বড় চমক আদিল রশিদের অন্তর্ভুক্তি। টেস্ট ক্যারিয়ারের ইতি দেখে ফেলা এই স্পিনার সাদা বলের পারফরম্যান্সে ফিরেছেন পাঁচ দিনের ক্রিকেটে। ইয়র্কশায়ারের সঙ্গে সীমিত ওভার ক্রিকেটের চুক্তি হওয়ার পর এ বছরের ফেব্রুয়ারি থেকে লাল বলের কোনও ম্যাচই খেলননি তিনি! এরপরও সুযোগ পেয়ে গেছেন তিনি সাদা বলের পারফরম্যান্সে। গত গ্রীষ্মে এড স্মিথ নির্বাচকের দায়িত্ব পাওয়ার পর এবার দিয়ে দ্বিতীয়বার সীমিত ওভারের ক্রিকেটের পারফরম্যান্স আমলে নিয়ে নির্বাচন করলেন খেলোয়াড়। এর আগে গত মে মাসে পাকিস্তান সিরিজের দলে ফিরিয়েছিলেন তিনি জস বাটলারকে। মঈন আলীও ফিরলেন বিরতি দিয়ে। পাকিস্তান সিরিজ মিস করা এই অলরাউন্ডার নিজের আত্মবিশ্বাস দেখিয়েছেন অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচ দিয়ে। দুই সিরিজে ১৯ উইকেট পেয়েছেন ২০১৪ সালে টেস্ট অভিষেক হওয়া এই স্পিনার।
প্রথম টেস্টে ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, অ্যালিস্টার কুক, স্যাম কারান, কিটন জেনিংস, ডেভিড মালান, জেমি পোর্টার, আদিল রশিদ, বেন স্টোকস। ইন্টারনেট।