রূপসায় স্কুলছাত্রী অপরহণের ২০ দিন পর মামলা
খুলনা অফিস : খুলনার রূপসায় স্কুলছাত্রী লামিয়াকে অপহরণের অভিযোগে ৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে, অপহৃত ছাত্রীকে এখনো পুলিশ উদ্ধার করতে পারেনি। গ্রেফতারও হয়নি কেউ। অপহৃত লামিয়া আলাইপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
পুলিশ জানায়, রূপসা উপজেলার আলাইপুর গ্রামের আ. সামাদ সিকদারের মেয়ে লামিয়া (১৫) গত ১০ জুন সকাল সাড়ে ৬টায় কোচিং-এর উদ্দেশে বাড়ি থেকে বের হয়। তারপর পথিমধ্যে একই গ্রামের ছোট শেখের ছেলে হাফিজুর রহমানসহ ৪/৫ জন সহযোগী তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এ ঘটনায় গত ২৯ জুলাই অপহৃতের পিতা আ. সামাদ বাদী হয়ে শারমিন বেগম, ইকতার, সাবিনা বেগম ও রহিমা বেগমকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। যার নং-৩০ (তাং ২৯/০৭/১৮ইং)।