চাষীকল্যাণ সমিতির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বাংলাদেশ চাষী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে নগরীর স্কুল ও মাদ্রাসা ছাত্রদের সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২২ জুলাই‘ রবিবার সমিতির বড়পুলস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চাষী কল্যাণ সমিটি চট্টগ্রাম মহানগরীর সভাপতি আলহাজ্ব মাওলানা হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চাষী কল্যান সমিতি চট্টগ্রাম মহানগরীর সহ সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোহাম্মদ ইলিয়াছ, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ জাহের খান, সমিতির সেক্রেটারী মোহাম্মদ শহীদুল ইসলাম, মাওলানা অলিউর রহমান, হাফেজ মাওলানা মোজাফ্ফর আহমদ, রেজাউল করিম প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান আকাশ সংস্কৃতির নামে বিদেশী সংস্কৃতি আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করা হচ্ছে। এ ধ্বংসের হাত থেকে বাচাঁর জন্য আমাদেরকে ইসলামী সংস্কৃতি তথা সুস্থ ধারার সংস্কৃতি চর্চা করতে হবে। বক্তারা বিজাতীয় সংস্কৃতি পরিহার করে ইসলামী সংস্কৃতির বেশী বেশী চর্চা করার জন্য ছাত্রÑছাত্রীদের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য প্রতিযোগীতায় মোঁ ২১জন বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।