চৌদ্দগ্রামে গরু পালন করে স্বাবলম্বী তরুণ উদ্যোক্তা আরাফাত চৌধুরী

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা: গরু পালন করে স্বাবলম্বী হয়েছেন তরুণ উদ্যোক্তা মঈন উদ্দিন চৌধুরী আরাফাত। বর্তমানে তাঁর প্রতিষ্ঠিত ‘মানহা ডেইরী ফার্ম’-এ ত্রিশটি গরু রয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ফালগুনকরা গ্রামে নিজ বাড়ির পাশেই তিনি ফার্মটি করেন।
জানা গেছে, গত বছর প্রথম আরাফাত চৌধুরী মানহা ডেইরী ফার্ম দিয়ে ত্রিশটি গরু পালন করেন। গত ঈদুল আজহায় তিনি প্রচুর লাভে সবগুলো গরু বিক্রি করে দেন। এবার ত্রিশটি গরু কিনে পালন করছেন। গরুর পরিচর্যা করার জন্য দুইজন শ্রমিকও রেখেছেন। শ্রমিক মিন্টু মিয়া ও আজাদ মনোযোগ সহকারে গরুর পরিচর্যা করার কারনে সেগুলো মোটাতাজা হচ্ছে।
এ ব্যাপারে গত রোববার বিকেলে আরাফাত চৌধুরী বলেন, আমি বেকারত্বকে ঘৃণা করি। এজন্য বাড়ির পাশে নিজের অর্থায়নে একটি গরুর ফার্ম গড়ে তুলি। প্রাথমিকভাবে গত বছর ফার্মে গরু বিক্রি করে লাভ হয়েছে। আশা করি-এবারও প্রচুর লাভ হবে। তিনি আরও বলেন, গরু পালনে ক্ষতি নেই। তাই বেকার বসে না থেকে গরু পালনের প্রতি মনোযোগী হওয়ার জন্য যুবকদের প্রতি আহবানও জানান তিনি।