শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

ভারত ইংল্যান্ডকে তাদের মাটিতে হারাতে সক্ষম জাদেজা

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের মাটিতে টেস্ট জয়, যে কোনো দলের জন্যই কঠিন এক কাজ। উপমহাদেশের দলগুলোর জন্য তো আরও। তবে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা মনে করছেন, একমাত্র ভারতই ইংল্যান্ডকে তাদের মাটিতে হারানোর সামর্থ্য রাখে। জাদেজা আছেন, তার সঙ্গে আছেন আরেক অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কুলদ্বীপ যাদবের মতো তরুণরাও এই অভিজ্ঞদের কাঁধে নিঃশ্বাস ফেলছেন। সবমিলিয়ে শক্তিশালী বোলিং অপশন ভারতকে অন্য দলগুলোর থেকে এগিয়ে রাখছে বলেই দাবি জাদেজার।বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার মনে করছেন, একমাত্র তাদের দলই ইংল্যান্ডকে ঘরের মাঠে হারানোর যোগ্যতা রাখে, ‘ভারতীয় ক্রিকেটের দারুণ একটি দিক হলো আমাদের যথেষ্ট অপশন আছে। বেশিরভাগ দলের (অভিজ্ঞদের) অবসরের পর ভালো বোলিং অপশন থাকে না। তবে আমাদের এখন সব আছে। এই সিরিজে আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে খেলব। সত্যিকার অর্থে আমরা মনে করছি, ভারতই একমাত্র দল যারা ইংল্যান্ডকে তাদের মাটিতে হারাতে পারে। ২০১৪ সালে সর্বশেষ সফরে ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের কাছে হেরেছিল ৩-১ ব্যবধানে। তবে জাদেজা মনে করছেন, ওই সময়ের চেয়ে তাদের এই দলটি অনেক বেশি শক্তিশালী। ভারতীয় এই স্পিনারের বিশ্বাস, অভিজ্ঞতার জোরে এবার উল্টো ইংল্যান্ডের উপর প্রভাব বিস্তার করে খেলবেন তারা। 

অনলাইন আপডেট

আর্কাইভ