আসামে ‘বন্দী শিবির’ গড়ার উদ্যোগ
প্রকাশিত: শনিবার ০৪ আগস্ট ২০১৮ | প্রিন্ট সংস্করণ

আসামে নাগরিকত্ব তালিকা প্রকাশের পর নতুন করে বন্দী শিবির গড়ার অনুমোদন দিয়েছে ভারত সরকার
৩ আগস্ট, এনডিটিভি : আসামে নতুন করে ‘ডিটেনশন সেন্টার’ বন্দী শিবির গড়ার অনুমোদন দিল ভারত সরকার। এর জন্য খরচ হবে ১৬০ কোটি রুপি। এর মধ্যে ভারত সরকার দিয়েছে ১২৮ কোটি টাকা। আগ থেকেই রাজ্যটিতে ৬টি বন্দী শিবির রয়েছে। আসামের গোয়ালপাড়ায় তৈরি হচ্ছে ভারতের বৃহত্তম এই বন্দী শিবির। রাখা যাবে ৮ হাজার মানুষকে। আর এ নিয়ে আসামে তৈরি হয়েছে আতঙ্ক। তবে কি সিরিয়া, ইরানের ধাঁচে বন্দী শিবির দেখা যাবে ভারতেও? সূত্রের খবর, সন্দেহজনক ভোটারদের রাখা যাবে ওই ভবনে।