ক্রিকেটে প্রথমবারের মতো আসছে দুইবার টস
স্পোর্টস ডেস্ক : ক্রিকেট খেলার নিয়মানুযায়ী ম্যাচ শুরু আগে টস করে নির্ধারণ করা হয়ে থাকে ব্যাটিং বোলিং এর সিদ্ধান্ত। তবে সেই টস একবার করারই নিয়ম। তবে ক্রিকেটে প্রথমবারের মত আসতে যাচ্ছে দুইবার টস করার নিয়ম। আগস্টের আট তারিখ থেকে শুরু হতে যাওয়া ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এ দেখা যাবে এ অদ্ভুতুড়ে নিয়ম। কোনো ম্যাচ সমতায় শেষ হলে হলে সুপার ওভার শুরু হওয়ার আগে দ্বিতীয়বার টস করা হবে।সাধারণ যে কোনো ম্যাচে পরে ব্যাট করা দলকে সুপার ওভারে আগে ব্যাট করার সুযোগ দেওয়ার নিয়মই চলে এসেছে এতদিন। কিন্তু এখন থেকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সুপার ওভারে কারা আগে ব্যাট করবে, তা নির্ধারণ করা হবে টস।সিপিএলে এই দুই টসের নিয়ম ছাড়াও আসছে আরও কিছু নিয়ম। কোনো দল নির্ধারিত সময়ে ২০ ওভার বোলিং শেষ করতে না পারলে দলের নেট রানরেট একটি নির্দিষ্ট হারে কমিয়ে দেওয়া হবে। ফলে প্লে-অফের দৌড়ে পিছিয়ে যাবে ওই শাস্তি পাওয়া দলটি।