ব্রাহ্মণবাড়িয়ায় প্রতারণা করে জমি নিবন্ধন, প্রতিবাদে মানববন্ধন
সংগ্রাম অনলাইন ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মুসলেম মিয়া নামের এক বৃদ্ধের কাছ থেকে প্রতারণা করে জমি নিবন্ধন করে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন গ্রামবাসী।
সোমবার পৌর এলাকার কদমতলী মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয়রা।
এতে বক্তারা বলেন, কসবা পৌর এলাকার বৃদ্ধ মুসলেম মিয়ার থেকে প্রতারণা করে তার বাড়ি দলিল করে নিয়েছে দলিল লেখক আরমান ও শাহীন। তিনি এখন সহায় সম্বলহীন। গ্রামবাসীরা এর তীব্র নিন্দা জানান ও দোষীদের শাস্তি দাবি করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তারা স্মারকলিপি দেন।