বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

দুর্নীতি দমন কমিশনও পুরোপুরি দুর্নীতি মুক্ত নয়

সাতক্ষীরা সংবাদদাতা: দুর্নীতি দমন কমিশন ও পুরোপুরি দূণীতি মুক্ত নয়। সাতক্ষীরার তালায় দূর্ণীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় খুলনা বিভাগীয় দুর্নীতিদমন কমিশনের উপ-পরিচালক মোঃ আবুল হোসেন এ কথা বলেন। তিনি আরো বলেন, একদিনে দুর্নীতি দমন করা সম্ভব নয়। যে দেশ একসময় দুর্নীতিতে চ্যাম্পিয়ান ছিলো। সেই দেশ আজ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতে চলেছে। সকল সেক্টর দুর্নীতি কমে আসছে। ক্রমান্বয়ে দুনীতি থেকে সমাজের সকলকে বেরিয়ে আসতে হবে।  বিশেষ করে সরকারি অফিসের কর্মকর্তাদের রুমের সামনে দুর্নীতিমুক্ত অফিস সাইনবোর্ড টানাতে হবে। দুর্নীতি প্রতিরোধে সকলকে একসাথে কাজ করতে হবে। তাহলেই জাতীর জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে। পর্যাপ্ত লোক না থাকার কারণে, দুর্নীতি দমন কমিশন তার কাজ সঠিকভাবে করতে পারছেনা বলে তিনি জানান। গত ৩০ জুলাই তালা উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে খুলনা বিভাগীয় দুর্নীতিদমন কমিশনের উপ-পরিচালক মোঃ আবুল হোসেন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম প্রমুখ। এসময় উপস্থিতিদের মধ্য থেকে তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু তালা সেটেলমেন্ট, ভুমি অফিস, উপজেলা ইঞ্জিনিয়ার অফিস, হাসপাতাল, পিআইও অফিসসহ, রাস্তাঘাট বিভিন্ন বিষয়ে দুর্নীতির উপর বক্তব্য রাখেন। তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন খুলনাতে আবেদন করেও কোন ফলাফল পাওয়া যায়নি। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত কুমার সাহার পরিচালনায় অন্যান্যদের মধ্যে তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, ইউপি চেয়ারম্যানগন, সরকারি অফিস কর্মকর্তা, সাংবাদিক এবং দুনীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ