শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ক্যারিবিয়ান লিগে খেলছেন না আফ্রিদি

হাঁটুর ইনজুরির কারণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ষষ্ঠ আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। পাকিস্তান সুপার লিগের গেল আসরে হাঁটুতে চোট পান তিনি। সেই চোটের কারণেই আসন্ন সিপিএলে খেলতে পারবেন না আফ্রিদি। সুস্থ হতে আফ্রিদিও পুনর্বাসন দরকার। সিপিএল থেকে নিজেকে প্রত্যাহারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিশ্চিত করেছেন জ্যামাইকা তালাওয়াশের খেলোয়াড় আফ্রিদি। তিনি বলেন, ‘এ বছর সিপিএলে খেলতে পারবো না আমি। আমার হাঁটুর ইনজুরির কারণে পুনর্বাসন দরকার। আমি বাড়িতে থেকে নিজ দলকে উৎসাহিত করবো।’ আফ্রিদির পরিবর্তে পাকিস্তানের আরেক অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে দলে নিয়েছে জ্যামাইকা তালাওয়াস। পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন আফ্রিদি। এরাপর কানাডিয়ান লিগ গ্লোবাল টি-২০ এবং লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের টি-২০ ম্যাচে খেলেছিলেন তিনি। চ্যারিটি টি-২০ ম্যাচে বিশ্ব একাদশের অধিনায়ক ছিলেন আফ্রিদি। গতরাত থেকে মাঠে গড়িয়ে সিপিএলের ষষ্ঠ আসর। এর আগে ২০১৫ সালে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিওটসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলেছিলেন আফ্রিদি। আন্দ্রে রাসেলের নেতৃত্বে ১০ আগস্ট জ্যামাইকা নিজেদের প্রথম ম্যাচে নাইট রাইডার্সের মোকাীবলা করবে। এদিকে ৮ আগস্ট সিপিএলের প্রথম ম্যাচে সেন্ট লুসিয়া স্টার্সকে ১০০ রানে হারিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। এদিন টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে ডোয়াইন ব্রাভোর নেতৃত্বাধীন ত্রিনবাগো। কলিন মুনরো ৪৮ বলে ৬৮ ও দিনেশ রামদিন ২৭ বলে অপরাজিত ৫০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে ৯৫ রান করেই অল আউট হয়ে যায় কাইরন পোলার্ডের সেন্ট লুসিয়া। আন্দ্রে ফ্লেচার দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ