বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

সিপিএলে প্রথম ম্যাচে হারল মাহমুদউল্লাহর দল

স্পোর্টস রিপোর্টার : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) প্রথম ম্যাচেই হেরেছে  মাহমুদুল্লাহর দল। তার দল  সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস প্রথম ম্যাচেই ৬ উইকেটে হেরেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে। অবশ্য এই দিন দলের হয়ে মাঠে নামেননি রিয়াদ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৬ রান করে সেন্ট কিটস। জবাবে শিমরন  হেটমেয়ারের ঝড়ো ব্যাটিংয়ে ২১ বল হাতে রেখেই জয় তুলে নেয় গায়ানা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন হেটমেয়ার। এদিন গায়ানার প্রোভিডেন্সি স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে  নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সেন্ট কিটস। ক্রিস গেইল ছাড়া আরো কোন ব্যাটসম্যান বড় স্কোর করতে পারেনি। গেইল ৬৫ বলে ৮৬ রানের এক ঝড়ো ইনিংস খেলেন।  যেখানে ছিল ৫টি ছক্কা ৭টি চারের মার। সেন্ট কিটসের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন টম কুপার ও বেন কাটিং। দুই জনেই ১৫ রান করে করেছেন। গায়ানার হয়ে ১৬ রানে ২ উইকেট নিয়েছেন কেমো পল। জবাবে ব্যাট করতে নেমে ৯ রানেই দুই ওপেনার চ্যাডউইক ওয়ালটন ও লুক রনচিকে হারায় গায়ানা। কিন্তু হেটমেয়ারের ঝড়ো ব্যাটিংয়ে এই বিপর্যয় কাটিয়ে দ্রুতই জয়ের দিকে এগিয়ে যায় তারা। ৪ ছক্কা ও ৯টি চারে সাজিয়ে ৪৫ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন হেটমেয়ার। অধিনায়ক শোয়েব মালিক ৯ বলে ১৪ রান করেন। এছাড়া ক্রিস গ্রিন ২৩ বলে অপরাজিত ২৫ রান করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ