শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

রাকিবের প্রেসিডেন্ট গোল্ড মেডেল পদক লাভ

মাহমুদুল হাসান, সোনাগাজী (ফেনী) সংবাদদাতা : আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্রগ্রামের কিউসিস বিভাগের মেধাবী ও কৃতি ছাত্র রাকিব অনার্স ও মাস্টার্স পরীক্ষায় এক্সিলেন্ট রেজাল্ট করায় প্রেসিডেন্ট গোল্ড মেডেল লাভ করেছে। গত ১৪ই জুলাই চট্রগ্রামের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে উক্ত বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবদুল্লাহ মুহাম্মদ জাভেদ রাকিবকে প্রেসিডেন্ট গোল্ড মেডেল প্রদান করা হয়। ওই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে পরীক্ষায় রেকর্ড সংখ্যক নাম্বার পাওয়ায় এবং এ অভুত পূর্ব ফলাফলে পুরো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নতুন প্রাণ চাঞ্চাল্যের সৃষ্টি হয়েছে। অসম্ভব মেধার অধিকারী ও বিনয়ী রাকিব ইতিপূর্বে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল ও আলিম পরিক্ষায় জিপিএ -৫ পেয়ে  কৃতিত্বের স্বাক্ষর রেখেছিল। বর্তমানে সে তুরস্কের ইস্তাম্বুল শহরের মারমারা বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক ইসলামী সংস্থার (ওআইসি) শিক্ষা ও গণসংযোগ বিভাগে কর্মরত। তার গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার লক্ষীয়ারা গ্রামে। সে সোনাগাজী উপজেলার সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল হামিদ বিএসসি, বিএড এর মেজ ছেলে। তার মাতা বেগম শাহনাজ আক্তার পেশায় গৃহিণী। শিক্ষায় প্রেসিডেন্ট গোল্ড মেডেল পাওয়া রাকিব দৈনিক সংগ্রামের সাথে তার এ কৃতিত্বের ব্যপারে অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, এ কৃতিত্বের জন্য সে মহান আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতি চির কৃতজ্ঞ তাকে এ বিরল সম্মান প্রদানের জন্য। উচ্চ শিক্ষার পাশাপাশি ওআইসিতে কর্মরত রাকিব বর্তমান বিশ্বের মজলুম মুসলমানদের মুক্তির জন্য কাজ করে, দেশে দেশে মুসলিম জাতির হারানো গৌরব ফিরিয়ে আনবেন বলেও তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ