বুধবার ১৭ এপ্রিল ২০২৪
Online Edition

ট্রাফিক সপ্তাহের ৮ দিনে ১ লাখ ৪৬ হাজার ৩৬৩ যানবাহনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার : গত ৫ আগস্ট রোববার হতে শুরু হওয়া ট্রাফিক সপ্তাহের ৮ম দিন ছিল গতকাল রোববার। অন্যান্য দিনের মতো গতকালও ট্রাফিক সপ্তাহ যথাযথভাবে সমগ্র বাংলাদেশে পালিত হয়। এই অভিযানের মধ্যে দিয়ে ফিটনেস/ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্র ব্যতীত এবং অন্যান্য আইন অমান্যকারী যানবাহনকে আইনের আওতায় এনে আটক/জরিমানা আদায় করা হয়েছে। গতকাল দেশের ৬টি মেট্রোপলিটন এলাকা, ৮টি রেঞ্জ এবং হাইওয়ে রেঞ্জে মোট ১৪৬৩৬৩ টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৫৩৭৫৯ জন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময়ে ৫,২৫,৪১,০৩৪/- টাকা বিভিন্ন আইনগত অনিয়মের কারণে জরিমানা আদায় করা হয়। এছাড়া আইনগত ব্যবস্থা হিসেবে ৩৭৭৭টি যানবাহন আটক করা হয়েছে। আগামী ১৪ আগস্ট পর্যন্ত এ ট্রাফিক সপ্তাহ চলমান থাকবে।

অনলাইন আপডেট

আর্কাইভ