গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান। বক্তব্য রাখেন আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আউয়াল, প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, মোঃ হামিদুর রহমান, মোঃ কাউসার আলী ও সাংবাদিক আতিকুল ইসলাম আজম প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সৃজনশীল প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদেরও পুরস্কৃত করা হয়।