মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪
Online Edition

কাতারকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার: এশিয়ান গেমস ফুটবলে শক্তিশালী কাতারকে হারিয়ে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল।গতকাল রোববার প্যাট্রিয়ট চন্দ্রভাগা স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচে অধিনায়ক জামাল ভুঁইয়ার একমাত্র গোলে কাতারকে হারালো বাংলাদেশ।এশিয়ান গেমসের ফুটবলে এর আগেও বেশ কয়েকবার জয় পেয়েছে বাংলাদেশ।১৯৮২ সালে মালয়েশিয়া, ১৯৮৬ সালে নেপাল, ২০১৪- তে আফগানিস্তান। কিন্তু জাকার্তায় কাতারের বিপক্ষে জয়টির সাথে অন্যগুলোর কোন তুলনা হয়না।২০২২ সালের বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে। যেখানে কাতার ৯৮তম স্থানে, সেখানে বাংলাদেশের অবস্থান ১৯৪তম। সেই কাতারকে এশিয়ান গেমস ফুটবলে হারিয়ে প্রথমবারের মত এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে লাল-সবুজ জার্সীধারীরা।

গ্রুপ পর্বের লড়াইয়ের শুরুটা ভাল হয়নি জামাল ভুঁইয়াদের।প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে হারের পরই ঘুরে দাঁড়ায় লাল-সবুজ জার্সীধারীরা। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবল পরাশক্তি থাইল্যান্ডকে রুখে দেওয়ার পর এবার আরেক শক্তিশালী দল কাতারের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। গ্রুপের তিন ম্যাচ খেলে ৪ পয়েন্ট আদায় করে নিয়েছে লাল-সবুজ দল। ফলে উজবেকিস্তানের সঙ্গে ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় বাংলাদেশ। দিনের অপর ম্যাচে উজবেকিস্তান ১-০ গোলে থাইল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। তিন ম্যাচে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। থাইল্যান্ড তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয়, আর কাতার পেয়েছে কেবল ১ পয়েন্ট। আগামী ২৪ আগস্ট ‘এফ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে শেষ ষোলোতে খেলবে বাংলাদেশ, যে গ্রুপের চার দল সৌদি আরব, ইরান, মিয়ানমার ও উত্তর কোরিয়া।

শুরু থেকে বেশ কয়েকটি সুযোগ নষ্টের পর দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে গড়ানো শটে গোল করেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁঁইয়া।প্যাট্রিয়ট চন্দ্রভাগা স্টেডিয়ামে কাতার-বাংলাদেশের লড়াই ড্রর দিকে যাচ্ছিল। জেমি ডের দলের কানে বাজছিল বিদায় ঘণ্টা। ডাগ আউটে যখন কোচ উৎকন্ঠায়, তখনই অধিনায়ক উদ্ধার করেন দলকে। মাশুক মিয়া জনির পাস থেকে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে কাতারের জালে বল জড়িয়ে দেন তিনি ১-০।ম্যাচের প্রথমার্ধেই বাংলাদেশ গোল পেতে পারতো। আগের ম্যাচের গোলদাতা মাহবুবুর রহমান সুফিল একাই দুটো সুযোগ নষ্ট করেন। ৮ মিনিটে বামপ্রান্ত দিয়ে ডি-বক্সে ঢুকে লক্ষ্যভেদ করতে পারেননি এই তরুণ ফরোয়ার্ড, বল গোলবারের পাশ দিয়ে যায়। ১৭ মিনিটে আবারও সুবর্ণ সুযোগ হারাতে হয়েছে। গোলরক্ষককে একা পেয়েও পরাস্ত করতে পারেননি সুফিল। বল পোস্টে যাওয়ার আগে তাকে রুখে দেন কাতারের গোলরক্ষক।কাতার বলের নিয়ন্ত্রণে এগিয়ে থেকে ২১ মিনিটে গোলের সুযোগ পেয়ে হারায়। আল সাদির ফ্রি কিক গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা বাঁদিকে ঝাঁপিয়ে ঠেকান। বিরতির পর কাতার গোলের খোঁজে হয়ে ওঠে মরিয়া। মুস্তফার বাঁ পায়ের শট গোলরক্ষক রানা ডাইভ দিয়ে রুখে দেন। কাতারের আরও কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয়। অন্যদিকে বাংলাদেশ প্রতি আক্রমণ নির্ভর খেলে এই অর্ধেও গোলের সুযোগ তৈরির চেষ্টা করেছে। শেষ পর্যন্ত অধিনায়ক জামাল সফলতা এনেদিলেন।উল্লেখ্য এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশের এটি চতুর্থ জয়, ২৬ ম্যাচ খেলে।

অনলাইন আপডেট

আর্কাইভ