শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সিডনি থান্ডারে রুট-বাটলার

বিগ ব্যাশ লিগের নতুন মৌসুমে সিডনি থান্ডারে খেলার জন্য চুক্তি করেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট ও জস বাটলার। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে দুই খেলোয়াড়ই ৭টি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন। এই চুক্তিতে সবচেয়ে উপকার হলো রুটের। আইপিএলের নিলামে উপেক্ষিত এই ব্যাটসম্যান গত আগস্টে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল থেকেও বাদ পড়েন। টেস্টের অধিনায়কত্ব পাওয়ার পর গত দুই বছরে রুট ২০ ওভারের ম্যাচ খেলেছেন ২০টিরও কম। তাই সীমিত ওভারের এই ফরম্যাটে সামর্থ্যরে প্রমাণ দেওয়ার সুযোগ মিলল এই ইংলিশ ব্যাটসম্যানের।রুট বলেছেন, ‘যে কেউ চাইবে এতে অংশ নিতে। আমি সিডনি থান্ডারের হয়ে এই সুযোগ পেয়ে রোমাঞ্চিত।’ আইপিএলের গত আসরে রাজস্থান রয়্যালসের সঙ্গে চমৎকার সময় কাটানোর পর এবার অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগও মাতাতে যাচ্ছেন বাটলার।

গত বছর বিবিএলে ৬ ইনিংসে ২০২ রান করার পর আবারও ফিরছেন তিনি সিডনি থান্ডারে। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেছেন, ‘আমার সেখানে দারুণ সময় কেটেছে। দলের মধ্যে একটা দারুণ আবহ থাকে সবসময়।’ ক্রিকইনফো

অনলাইন আপডেট

আর্কাইভ