শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

খুলনায় নতুন বছর প্রাথমিকে ৮৭ লাখ বইয়ের চাহিদা

 

খুলনা অফিস : খুলনা বিভাগে আগামী বছর প্রাথমিকে বইয়ের চাহিদা রয়েছে ৮৬ লাখ ৮৭ হাজার ৪৪৮টি। বিভাগের বাংলা ভার্সনের শিক্ষার্থীদের জন্য এই চাহিদা। কর্মকর্তারা বলেছেন চাহিদা অনুযায়ী বই যথাসময়ে স্কুলগুলোতে সরবরাহ করা হবে। প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, বছরের প্রথম দিনেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় নতুন বই। বইয়ের ঘ্রাণে মাতোয়ারা হয়ে ওঠে ক্ষুদে শিক্ষার্থীরা। ২০১৯ সালে খুলনা বিভাগে প্রাথমিকের বইয়ের চাহিদা রয়েছে ৮৬ লাখ ৮৭ হাজার ৪৪৮টি। যা সরবরাহ করা হবে শুধুমাত্র বিভাগের বাংলা ভার্সনের শিক্ষার্থীদের। বিভাগের ১০টি জেলায় সরবরাহ করা হবে এই বই। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। বিভাগের খুলনা জেলায় প্রথম শ্রেণিতে ১ লাখ ৩৬ হাজার ৭৭০টি, দ্বিতীয় শ্রেণিতে ১ লাখ ৩৮ হাজার ৯৯টি, তৃতীয় শ্রেণিতে ২ লাখ ৮৪ হাজার ৭৬টি, চতুর্থ শ্রেণিতে ২ লাখ ৭৮ হাজার ৬২২টি এবং পঞ্চম শ্রেণিতে ২ লাখ ৫৭ হাজার ২০২টি নতুন বই প্রয়োজন। বিভাগের প্রথম শ্রেণিতে ১১ লাখ ৭০ হাজার ৪৮টি, দ্বিতীয় শ্রেণিতে ১১ লাখ ৩৭ হাজার ৫৬৪টি, তৃতীয় শ্রেণিতে ২২ লাখ ৫৪ হাজার ৩২০টি, চতুর্থ শ্রেণিতে ২১ লাখ ৭৫ হাজার ২৫৮টি এবং পঞ্চম শ্রেণিতে ১৯ লাখ ৫০ হাজার ২৫৮টি বইয়ের চাহিদা রয়েছে। এদিকে বিভাগের খুলনা জেলায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১০ লাখ ৯৪ হাজার ৭৬৯টি, বাগেরহাটে ৮ লাখ ৫ হাজার ২২১টি, সাতক্ষীরায় ৯ লাখ ৬৫ হাজার ১৫৪টি, যশোরে ১৪ লাখ ৬৭ হাজার ৮০৪টি, ঝিনাইদহে ১০ লাখ ৭০ হাজার একটি, মাগুরায় ৫ লাখ ৫৬ হাজার ২৯০টি, কুষ্টিয়ায় ১২ লাখ ৩৮ হাজার ৭০টি, চুয়াডাঙ্গায় ৬ লাখ ৮৩ হাজার ১৩৩টি, নড়াইলে ৪ লাখ ২৩ হাজার ৮৪৯টি এবং মেহেরপুর জেলায় ৩ লাখ ৮৩ হাজার ১৫৭টি নতুন বইয়ের চাহিদা রয়েছে। এ ব্যাপারে খুলনা প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মেহেরুন নেছা বলেন, জেলার চাহিদার ভিত্তিতে অধিদপ্তরে নতুন বইয়ের চাহিদা পাঠানো হয়েছে। বইগুলো যথাসময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ