বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

বন্যা থেকে আমন ফসল রক্ষা করতে আগাম ভাসমান বীজতলা তৈরির পরামর্শ

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান: বন্যা থেকে আমন ফসল রক্ষা করতে আগাম প্রস্তুতি ও ভাসমান বীজতলা তৈরি সহ কৃষকদের সচেতনতা সৃষ্টি করতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা কৃষি দপ্তর নিয়েছে এ প্রস্তুতি। 

উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মো. আসাদুজ্জামান জানান, কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই তার ইউনিয়ন পর্যায়ে উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের নিয়ে প্রতিটি ইউনিয়নে বন্যা থেকে আমন ফসল রক্ষা করতে ভাসমান বীজতলা তৈরি করে চলেছেন। 

নবাবগঞ্জ উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. ফাত্তাউজ্জামান জানান, কৃষকের বাড়ি সংলগ্ন পুকুর কিংবা ডোবায় কলার ভেলা তৈরি করে সেখানে কাদা নেপন দিয়ে ওই স্থানে বীজ ধান বপন করবে কৃষকেরা। 

এতে সহজেই তৈরি হয় বীজতলা। ওই বীজতলায় থাকা বীজগুলো পরর্তীতে যখন বন্যা দেখা দিবে তার সংকট হবে বীজের। তখন ওই বীজ দ্বারা জমির রোপন কাজ করতে পারবে কৃষকেরা। 

এজন্য প্রতিটি ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের উপস্থিত থেকে ভাসমান বীজতলা তৈরি করা হচ্ছে। 

এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, শাহিনুর আলম, ও শ্রী সংকর কুমার। উৎপাদনমুখী কৃষকেরা জানান, এমন উদ্যোগ প্রশংসার দাবিদার।

অনলাইন আপডেট

আর্কাইভ