শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

সংক্ষিপ্ত সংবাদ

মানববন্ধন 

গাইবান্ধা সংবাদদাতা: সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের ঝাউবাড়ি গ্রামে ৩য় শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের ঘটনায় আসামী বিনয় চন্দ্র দাসকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসির উদ্যোগে ঝাউবাড়ি গ্রামে এক মানববন্ধনের কর্মসূচী পালিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প

পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলায় জাতীয় শোক দিবসকে স্মরণ রেখে পত্নীতলা উপজেলা পৌর এলাকা নজিপুরে বাংলাদেশের বিশ্ব বিখ্যাত সুনামধন্য ঔষধ কোম্পানি হামদর্দ পত্নীতলা শাখা অফিসে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন মালঞ্চ কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ আশরাফুল ইসলাম ৭৫ জন পুরুষ/মহিলা রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান সহ ফ্রি ঔষধ তাদের মাঝে বিতরণ করা হয়। এবং কোম্পানির সৌজন্যে রুহ আফজার শরবত দিয়ে আগত রোগীদের আপ্যায়ন করা হয়। এ সময় উক্ত অনুষ্ঠানে হামদর্দ ঔষধ কোম্পানির স্ট্যাফ মোঃ ফজলে রাব্বী, মোঃ মজিবর রহমান, মোঃ শাহিনুর ইসলাম, হাকিম মোঃ সোহেল রানা ও মোঃ শরিফুল ইসলাম। হামদর্দ ঔষধ কোম্পানির এই চিকিৎসা সেবাতে এলাকার সর্বস্তরের জনগণের মাঝে তাদের সুনাম ছড়িয়ে পড়ে।

ভিজিএফের চাল বিতরণ

বগুড়া: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়নে ১ হাজার ৭৯ দুস্থ ব্যক্তির মাঝে ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। এ সময় ইউপি চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন, প্যানেল চেয়ারম্যান সাজেদুর রহমান শামিম, আবু সাইদ, মাহমুদা বেগম, ইউপি সচিব কহিনুর ইসলাম, ইউপি সদস্য বেলাল উদ্দিন, আব্দুল হান্নান, আব্দুল বাছেত দুলু, আবু বক্কার সিদ্দিক, আমজাদ হোসেন, সাইফুল ইসলাম, খাদিজা বেগম, নাসিমা খাতুন। অপরদিকে সোনারায় ইউনিয়নে ১ হাজার ৮’শ ৭৯ দুস্থ্য ব্যক্তির মাঝে ভিজি এফ এর চাল বিতরণ করা হয়েছে। 

এ সময় ইউপি চেয়ারম্যান অধ্যাপক মফিদুল ইসলাম। এসময় প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগনেতা দুলাল করিম দুলাল, রিপু মিয়া, ইউপি সচিব মুঞ্জরুল আলম, ইউপি সদস্য জুলফিকার আলী শ্যামল, শফিকুল ইসলাম, আলেক উদ্দিন কালু, আব্দুল মোত্তালেব,শাহাদত হোসেন, কুড়ানু প্রাং, আব্দুল মান্নান, আবুল কালাম আজাদ, সংরক্ষিত ইউপি সদস্যা রোকসান খাতুন, রুবি বেগম, মরিয়ম আকতার কনাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা

নেত্রকোনা: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রবিবার (১৯ আগস্ট) সকালে জেলা শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফলের চারা বিতরণ

গুইমারা (খাগড়াছড়ি): খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে গুইমারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে জেলার গুইমারা উপজেলার ৩টি ইউনিয়নের হতদরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন প্রকার মিশ্র ফলজ গাছের চারা, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চারা বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ও গুইমারা সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা প্রমুখ।

ভ্রাম্যমাণ আদালত

সোনাতলা (বগুড়া): বগুড়া সেনাতলা থানা পুলিশ অভিযান চালিয়ে অভি (১৮) নামের এক মাদকসেবীকে গ্রেফতার করেছে।

জানা যায়, গতকাল রাতে উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনের চরপাড়া এলাকা থেকে মাদক সেবনকালে অভি নামের একজনকে আটক করে পুলিশ। আটককৃত অভি গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের সুখানপুকুর গ্রামের মোঃ আব্দুল মান্নানের ছেলে।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুর আলম ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে অভিকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ