শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ব্র্যাডম্যানের স্মরণে গুগল ডুডল

ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত স্যার ডন ব্র্যাডম্যানের জন্মদিন আজ। অস্ট্রেলিয়ান কিংবদন্তির ১১০তম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি রঙিন ডুডল তৈরি করেছে সার্চ ইঞ্জিন গুগল। গুগল সার্চে গেলেই ভেসে উঠছে স্যার ডনের প্রতিকৃতি। ব্র্যাডম্যানের জন্ম ১৯০৮ সালের ২৭ আগস্ট অস্ট্রেলিয়ার নিউ সাউথওয়েলসে। ১৯২৮ সালে ২০ বছরে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে। ১৯৪৮ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে টেস্ট দিয়ে চলে যান অবসরে। টেস্ট ক্রিকেটে ব্র্যাডম্যানের ব্যাটিং গড় ৯৯.৯৪। জীবনের শেষ ইনিংসে মাত্র ৪ রান করলেই গড়টা হতো পুরোপুরি ১০০। কিন্তু ইংলিশ লেগ স্পিনার এরিক হলিসের বলে ব্র্যাডম্যান শূন্য রানে আউট হয়ে যান। মাত্র ৫২ টেস্ট খেলেই তিনি নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। করেছেন ৬ হাজার ৯৯৬ রান। মাত্র ৮০ ইনিংসে সেঞ্চুরি ২৯টি, হাফ সেঞ্চুরি ১৩টি, সর্বোচ্চ ইনিংস ৩৩৪। ২৩৪টি প্রথম শ্রেণির ম্যাচেও গড়টা দুর্দান্ত, ৯৫.১৪। ১১৭টি সেঞ্চুরিতে করেছেন ২৮ হাজার ৬৭ রান। ব্র্যাডম্যানের অবসরের ৭০ বছর হয়ে গেলেও এখনো তার অনেক রেকর্ড ভাঙতে পারেনি কেউ। ২০০০ সালের ডিসেম্বরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুই মাস পর ২০০১ সালের ২৫ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান স্যার ডন। ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ