শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় খতমে বুখারী সম্পন্ন ॥ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার অন্তর্গত একমাত্র ব্যতিক্রমধর্মী দ্বীনি ও আধুনিক শিক্ষাসমন্বিত শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী পৌরসভার অন্তর্গত উত্তর জলদী ভাদালিয়া হারুন বাজারস্থ বায়তুল ইরফান আদর্শ মাদরাসা ও বায়তুল উম্মাহ আদর্শ (বালিকা) মাদরাসার উদ্যোগে গত শুক্রবার খতমে বুখারী সম্পন্ন হয়েছে। এসময় ছাত্র ছাড়াও অসংখ্য উলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শরীক ছিলেন। বুখারী খতম শেষে দু’আ ও মুনাজাত পরিচালনা করেন হাটহাজারী হামিউসুন্নাহ্ মেখল মাদরাসার সিনিয়র শিক্ষক আলহাজ্ব মৌলানা নাছির উদ্দীন।
পরোক্ষভাবে সাহযোগীতা করে যাচ্ছেন দেশ-বিদেশ থেকে তাদের জন্য, মুসলিম উম্মার শান্তি প্রতিষ্ঠাসহ দেশের সার্বিক কল্যাণে দেশের বিভিন্ন মাদরাসা থেকে বিজ্ঞ আলেম-ওলামাদের নিয়ে খতমে বুখারী সম্পন্ন করতে পারায় সকলের কাছে তিনি শোকরিয়া আদায় করেন। এসময় উপস্থিত ছিলেন, লালখান বাজার জামিয়াতুল উলুম মাদরাসার মুহাদ্দিস মৌলানা নুরুল হক, মদুনাঘাট ইউনুছিয়া ফতেহুল ইসলাম মাদরাসার মুহাদ্দিস মৌলানা জহুরুল ইসলাম, চাম্বল আইনুল ইসলাম মাদরাসার সিনিয়র শিক্ষক মৌলানা নুরুল ইসলাম, মনকিচর এমদাদুল উলুম মাদরাসার মুহাদ্দিস মৌলানা আব্দুল্লাহ, ছনুয়া আনোয়ারুল উলুম মাদরাসার শিক্ষা পরিচালক মৌলানা আবুল কালাম, পুকুরিয়া মোখলেছিয়া মাদরাসার শিক্ষা পরিচালক মৌলানা মুহাম্মদ ইউনছুফ, নাছিরাবাদ মিজবাহুল উলুম মাদরাসার শিক্ষা পরিচালক মৌলানা মাহামুদুর রশিদ, লোহাগাড়া জামিয়া ইবনে আব্বাস মাদরাসার সিনিয়র শিক্ষক মৌলানা সোয়াইব আল কাশেমী সহ মাদ্রাসার জমিদাতা মরহুম আলহাজ্ব মুহাম্মদ মিয়া তালুকদারের পুত্র মুহাম্মদ হোসাইন তালুকদার, সমাজ সেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ আনছুর আলী তালুকদার প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ