শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-জকোভিচ

স্পোর্টস ডেস্ক : ইউএস ওপেনের প্রথম রাউন্ডে প্রত্যাশিত জয় পেয়েছেন পাঁচবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার। জাপানের ইয়োশিহিতো নিশিওকাকে সহজেই হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সুইস তারকা। নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে এক ঘণ্টা ৫২ মিনিটের লড়াইয়ে ৩৭ বছর বয়সি ফেদেরার জিতেছেন ৬-২, ৬-২, ৬-৪ গেমে।২০বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী ফেদেরার দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের বেনোয়িট পাইরের মুখোমুখি হবেন। প্রথম রাউন্ডে জয় পেয়েছেন নোভাক জকোভিচও। সার্বিয়ান তারকার জয়টা যদিও ফেদেরারের মতো সহজ ছিল না। হাঙ্গেরির মারটন ফুকসোভিক্সের বিপক্ষে জকোভিচ জিতেছেন ৬-৩, ৩-৬, ৬-৪, ৬-০ গেমে। এবারের উইম্বলডন চ্যাম্পিয়ন জকোভিচ ফ্ল্যাশিং মিডোতে শিরোপা জিতেছেন ২০১১ ও ২০১৫ সালে। ১৩ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী এই তারকা দ্বিতীয় রাউন্ডে আমেরিকার টেন্নিস স্যান্ডগ্রেনের বিপক্ষে খেলবেন। মেয়েদের এককের প্রথম রাউন্ডে মঙ্গলবার জয় পেয়েছেন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকি, উইম্বলডন চ্যাম্পিয়ন অ্যাঞ্জেলিক কেরবার ও পেট্রা কেভিতোভা। তবে টানা দ্বিতীয় বছরের মতো প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ব্রিটিশ নাম্বার ওয়ান জোহানা কন্তা।

অনলাইন আপডেট

আর্কাইভ