সাদুল্যাপুরে স্ত্রীর সঙ্গে অভিমানে প্রাণ দিল স্বামী
সাদুল্যাপুর (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুরপুর গ্রামের সুমন মিয়া (২৫) নামের এক যুব তার অন্তস্বত্বা স্ত্রীর সঙ্গে অভিমান করে কিটনাশক পানে আতœহত্যা করেছে। গতকাল রংপুর প্রাইম হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন মিয়া শেষ নিশ্বাষ ত্যাগ করেন। নিহত যুবক ওই গ্রামের আবেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সুমন মিয়া প্রায় বছর খানে আগে বিয়ে করেন। কয়েক মাস যাবৎ অন্তস্বত্বা হয় তার স্ত্রী। সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। এরই সুমন মিয়া সবার অজান্তে কিটনাশক পান করেন। ঘটনাটি বাড়ির লেলাকজন টের পেয়ে তাকে প্রথমে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করান স্বজনেরা। সেখানেও কোনো উন্নতি না হওয়ায় সুমন মিয়াকে রংপুর প্রাইম হাসপতালে নেয়া হয়। এর পর চিকিৎসাধীন অবস্থায় সুমন মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন । জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।