বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪
Online Edition

পাঞ্জাবে অশ্লীল সিনামার বিলবোর্ড নিষিদ্ধ করল পিটিআই

৩১ আগস্ট, রয়টার্স: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে কুরুচিপূর্ণ চলচিত্রের বিলবোর্ড নিষিদ্ধ করল ‘পাকিস্তান তেহরিক-ইনসাফ’ (পিটিআই)। ইতোমধ্যেই দলটির চেয়ারম্যান ও দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান তার প্রদত্ত বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ইসলামী আদর্শ সমুন্নত রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন। ঐ এলাকার সম্প্রতি নির্বাচিত সাংসদ ফায়েজ-উল-হাসান চোহান এমন একটি নির্দেশনা জারি করেছেন বলে দাবি করেছে ‘রয়টার্স’। ৪৮ বছর বয়সী চোহান গতকাল শুক্রবার এক নির্দেশনায় জানান যে, আগামী ৩ দিনের মধ্যে যারা তাদের অশ্লীল বিলবোর্ডগুলো অপসারণ করতে ব্যর্থ হবে তাদের জরিমানা করা হবে। তিনি নিয়োগ পাওয়ার পর থেকেই দেশটির একজন বহুল পরিচিত অভিনেত্রি ও শিল্পী নার্গিস হত্যা মামলার আসামীর কবর জিয়ারত করাসহ বেশ কিছু কাজ করেছেন যা তাকে বেশ আলোচনায় নিয়ে এসেছে। জরিমাণা গুনার পরও কেউ সংশোধন না হলে তার সিনামা বন্ধ করে দেয়া হবে বলে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন চোহান। ‘ তোমাদের কি নূন্যতম মানবিকতা নেই যে, অসভ্যের মত নারীদের অর্ধ নগ্ন ছবিগুলো বড় বড় বিলবোর্ডে সাঁটিয়ে রেখেছ বলে সিনামা কোম্পানিগুলোর মালিকদের ভর্ৎ সনাও করেন।’ উল্লেখ্য, সদ্য দায়িত্বপ্রাপ্ত ইমরান খান সরকারে চোহান দেশটির তথ্য ও সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি দেশটির কট্টর ধর্মবাদী দল ‘মুত্তাহিদা মাজলিস-ই-আমল (এমএমএ) এর হয়ে প্রতিনিধিত্ব করতেন। 

অনলাইন আপডেট

আর্কাইভ