অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত
শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের আলমপুর হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাধারণ সদস্য পদে ৮ জনের মধ্যে ৪ জন জয়লাভ করেন। সম্প্রতি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে বিদ্যালয়ের অফিস কক্ষে ভোট গণনা করা হয়। এসময় প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন শ্রীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসার মোঃ মিরাজুল ইসলাম। প্রশাসনিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন শ্রীনগর থানা পুলিশ এইচ, আই, মোদাচ্ছের। ৪৬৬ জন অভিভাবকের সরাসরি ভোটে সাধারণ সদস্য পদে ১। মোহাম্মদ সেলিম ২৩৭ ভোটে পেয়ে প্রথম, ২। সালাম মোল্লা ২১৪ ভোট পেয়ে দ্বিতীয়, ৩। আলমাছ হোসেন ১৮২ ভোট পেয়ে তৃতীয় ও ৪। মহসীন আলম ১৭৬ ভোটে পেয়ে চতুর্থ হন। উল্লেখ্য, অভিভাবক প্রতিনিধি নির্বাচনে সংরক্ষিত মহিলা প্রার্থী রাবেয়া আমিন ২১০ ভোটে নির্বাচিত হন। সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি (পুরুষ) আব্দুল খালেক,ও হারুন অর রশিদ নির্বাচিত হন। সংরক্ষিত শিক্ষক (মহিলা) প্রতিনিধি রিতা রানী নির্বাচিত হয়েছে।