শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আন্তর্জাতিক ক্রিকেটে সাব্বিরকে ৬ মাস নিষিদ্ধের সুপারিশ

স্পোর্টস রিপোর্টার : ক্রিকেটার সাব্বির রহমানকে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাসের নিষিদ্ধের সুপারিশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি কমিটি। গতকাল সাব্বির রহমান, নাসির হোসেন ও মোসাদ্দেক হোসনকে তলব করেছিল বিসিবি। শুনানি শেষে এদের মধ্যে সাব্বির রহমানকে ছয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করার সুপারিশ করেছে শৃঙ্খলা কমিটি। মৌখিক সতর্ক করা হয়েছে মোসাদ্দেক  হোসেন সৈকতকে। নাসির উপস্থিত না হতে পারায় তার শুনানি হয়নি। পায়ের আঘাতে শয্যাশায়ী থাকার কারণে ডাকা হয়নি নাসির হোসেনকে। সাব্বির ও মোসাদ্দেকের শুনানি হলেও নাসিরকে পরে ডাকা হবে বলে জানিয়েছেন ডিসিফ্লিনারি কমিটির সদস্য ইসমাইল হায়দার মল্লিক। বিসিবির এই পরিচালক শাস্তির ব্যাপারে জানিয়েছেন, তারা বোর্ডের কাছে আন্তর্জাতিক ক্রিকেটে সাব্বিরকে ছয় মাসের নিষেধাজ্ঞার সুপারিশ করেছেন। অন্যদিকে  মোসাদ্দেককে আপাতত কোনও শাস্তি না দিয়ে সতর্ক করেছেন এবং তাকে নজর রাখার সিদ্ধান্ত নিয়েছেন। কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকা-ে শিরোনাম হয়েছেন সাব্বির। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে এক ভক্তকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অশালীন বক্তব্য’ ও ‘ভয়-ভীতি’ দেখানোর বিষয়টি গুরুত্ব দিয়ে আমলে নিয়েছে বিসিবি। এ নিয়ে মল্লিক বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় ভক্তকে উদ্দেশ্য করে বাজে মন্তব্যের শাস্তি হিসেবেই আমরা সাব্বিরকে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাসের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করেছি।’ অতীতে বিতর্কিত কর্মকা-ের জন্য শাস্তি পাওয়ার পরও সাব্বির নিজেকে না শুধরানোর কারণে ডিসিপ্লিনারি কমিটি তার বিরুদ্ধে কঠিন হয়েছে। এরপরও যদি একই ধরনের ঘটনার পুনারাবৃত্তি করেন এই ব্যাটসম্যান, তাহলে শাস্তি আরও বড় হবে বলে জানিয়েছেন মল্লিক। সম্প্রতি সাব্বিরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শককে গালিগালাজ ও মারধরের হুমকি দেয়ার অভিযোগ উঠে। সাব্বির অবশ্য বলেছিলেন, তার ব্যক্তিগত  ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। তার ঠিক আগে ঘরোয়া ক্রিকেটে এক কিশোর দর্শককে পেটানোর অভিযোগে ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ঘরোয়া ক্রিকেট  থেকে। করা হয়েছিল আর্থিক জরিমানাও। বাদ পড়েন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও। ওয়েস্ট ইন্ডিজ সফরে ড্রেসিংরুমে মেহেদী হাসান মিরাজকে শারীরিকভাবে আঘাতও করেছিলেন বলে খবর প্রকাশ হয়। এতো অভিযোগের মধ্যে সাব্বিরকে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হোক এমন প্রস্তাবও নাকি দিয়েছিলেন বোর্ড পরিচালকদের  কেউ কেউ। গুঞ্জন আছে বিশ্বকাপের কথা ভেবে নাকি এতো বড় সিদ্ধান্তে যায়নি শৃঙ্খলা কমিটি। বাংলাদেশের ক্রিকেটে সবশেষ বিতর্কের জন্ম দিয়েছেন মোসাদ্দেক। এই অলরাউন্ডারের বিরুদ্ধে তার স্ত্রী যৌতুক বিরোধী আইনে মামলা করার পর ডিসিপ্লিনারি কমিটি তাকে ডেকে পাঠায়। বিষয়টি ব্যক্তিগত হলেও বিসিবির চুক্তিবদ্ধ খেলোয়াড় হওয়ায় বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা গুরুত্ব দিয়েই আমলে নেয়। আপাতত তার বিরুদ্ধে শাস্তির সুপারিশ না করলেও নজরে রাখবে কমিটি। মোসাদ্দেকের ব্যাপারে মল্লিক বলেছেন, ‘আপাতত আমরা তার বিরুদ্ধে কোনও অ্যাকশনে যাচ্ছি না। তাকে আমরা সতর্ক করেছি। তবে সে আমাদের নজরে থাকবে। ভবিষ্যতে যদি আবার এই ধরনের বিষয়ের পুনরাবৃত্তি হয়, তাহলে বড় শাস্তি ভোগ করতে হবে তাকে।’

অনলাইন আপডেট

আর্কাইভ