স্কুলের উন্নয়ন করতে হলে স্কুলের ফলাফল ভালো করতে হবে
পাবনা সংবাদদাতা: সেলিম নাজির স্কুলের প্রাক্ত ছাত্র পুর্নমিলনী কমিটির সভাপতি মোশারফ হোসেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর মাসুম বগার পরিচালনায় সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের ঈদ পুন:মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন স্কুলের উন্নয়ন করতে হলে সবার আগে স্কুলের ফলাফল ভালো করতে হবে। এদিকে বিদ্যালয়ের সকল শিক্ষক ও আমাদের সবার দৃষ্টি দিতে হবে। আর এই লক্ষ্যেই আগামী দিনে প্রাক্তন ছাত্রদের মিলন মেলার উদযাপন কমিটির মাধ্যমে এই স্কুলের উন্নয়নের ধারা সামনের দিকে এগিয়ে যাবে। প্রয়োজনে প্রাক্তন ছাত্রদের মধ্য থেকে বিদ্যালয়ের কমিটিতে অনেকেরই নাম অন্তভুক্ত করা যেতে পারে। আমাদের সামনে জাতীয় নির্বাচন ও ২০১৮ সালের জেএসসি এবং ২০১৯ সালে এস.এস.সি সামনে রেখে আমাদের প্রাক্তন ছাত্রদের এই মহামিলনটি আগামী ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চ মাসের ১ম সপ্তাহের যে কোন একদিন এ মহামিলন অনুষ্ঠিত করা যেতে পারে। এ সময় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুলতান আহমেদ খান, আজাদ খান নান্নু প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষিকা হাসিনা আক্তার রোজী, প্রাক্তন শিক্ষক আনিসুর রহমান, অমূল্য কুমার সাহাসহ বিদ্যালয়ের অসংখ্য প্রাক্তন ছাত্র উপস্থিত ছিলেন। মহামিলন বাস্তবায়নের লক্ষে আলহাজ্ব মোশারফ হোসেনকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক নুর মাসুম বগা, যুগ্ম সম্পাদক এ্যাড. আব্দুল আহাদ বাবু, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলামসহ মোট ৭১ সদস্য বিশিষ্ট বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী উদযাপন কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাননীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপিকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।