শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট আরিফ আলভী

সংগ্রাম ডেস্ক : পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তেহরিক ই-ইনসাফ (পিটিআই) নেতা ড. আরিফুর রেহমান আলভী। দেশটির জাতীয় এসেম্বলি এবং সিনেটের প্রাথমিক ভোট গণনা শেষে বলা হচ্ছে, ৪২৪টি ভোটের মধ্যে আরিফ আলভী পেয়েছেন ২১১টি ভোট। তার প্রতিদ্বন্দ¦ী প্রার্থী ফজলুর রহমান পেয়েছেন ১৩১ ভোট এবং ইতেজার পেয়েছেন ৮১টি ভোট। এছাড়া ৬টি ভোট বাতিল করা হয়েছে।
তবে, এখনো ভোট গণনা চলেছে জানিয়ে আজ বুধবার (৫ আগস্ট) সরকারীভাবে এই ফল ঘোষণা করার কথা বলছে দেশটির নির্বাচন কমিশন।
এরইমধ্যে বিজয়ী ভাষণে আলভী বলেছেন, আজকের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য সৃষ্টিকর্তা এবং পিটিআই’য়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া আমাকে মনোনীত করায় পিটিআই প্রধান ইমরান খানের প্রতিও আমি বিশেষভাবে কৃতজ্ঞ।
আগামী ৫ বছরে দেশটির দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য বদলে দেয়ার কথা বলেছেন আলভি। তিনি বলেন, এখন থেকে দেশের দরিদ্র জনতা খাদ্য, বস্ত্র এবং আশ্রয় পাবে।

অনলাইন আপডেট

আর্কাইভ