ঢাকা, বৃহস্পতিবার 6 September 2018, ২২ ভাদ্র ১৪২৫, ২৫ জিলহজ্ব ১৪৩৯ হিজরী
Online Edition

বিভিন্ন স্থানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : বেগম জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সুষ্ঠু জাতীয় নির্বাচনের দাবি তুলে ধরে শনিবার কলেজ গেট সংলগ্ন নিজস্ব কার্যালয়ে বিএনপি’র প্রতিষ্ঠাবাষির্কীতে বক্তব্য রাখেন বক্ততারা।
উপজেলা বিএনপি’র আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠাবষির্কী উপলক্ষে আলোচনা ও দোয়া করা হয়। উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি মাহাতাবউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা সহ সাংগঠনিক সম্পাদক ও ভোলাহাট ইউপি চেয়ারম্যান আলঃ ইয়াজদানী জর্জ, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু, সহসভাপতি ও গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রমুখ।
বাগমারা (রাজশাহী)
রাজশাহীর বাগমারায় উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ডি.এম জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আলহাজ আব্দুস সোবহান, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম টুটুল, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সামসুজ্জোহা বাদশা, জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু হেনা রিপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার ইউসুব আলী, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, মোস্তাফিজুর রহমান টুকু, মাস্টার নুরুল ইসলাম, মাস্টার আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম, জহুরুল ইসলাম, বেলাল উদ্দিন, এমদাদ হোসেন ও যুবদল নেতা আফজাল হোসেন প্রমুখ।
সাপাহার (নওগাঁ)
নওগাঁর নিয়ামতপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নিয়ামতপুর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার সহ অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে প্রধান অতিথি ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ডাঃ ছালেক চৌধুরী, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্পাদক ছাদেরুল আলম চৌধুরী, যুগ্ন-সম্পাদক চপল চৌধুরী সাংগঠনিক মোস্তফা কামাল, সদর ইউনিয়ন সভাপতি বাদশা চৌধুরী প্রমুখ।
পলাশবাড়ী (গাইবান্ধা)
পলাশবাড়ী থানা বিএনপি’র আয়োজনে শনিবার সকালে উপজেলা সদরের কালীবাড়ীস্থ বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী থানা বিএনপি’র আহবায়ক আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি ও নির্বাহী কমিটির সদস্য রওশন আরা ফরিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষকদল সভাপতি ইলিয়াস হোসেন, গাইবান্ধা শহর বিএনপি’র সভাপতি শহিদুজ্জামান শহীদ প্রমুখ।
পাঁচবিবি (জয়পুরহাট)
শনিবার দুপুরে উপজেলা বিএনপি’র কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুর মন্ডল।
বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন খায়ের স্বপন, আটাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাধরণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, ছাত্রদলের উপজেলা সভাপতি আবু তাহের, পৌর সভাপতি ও জেলা সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, ৯নং পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি জামিল হোসেন প্রমুখ। সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কাউখালী (পিরোজপুর)
গত শনিবার বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ, সহ-সভাপতি মোশারেফ হোসেন শুক্কুর, শাহ এমরান ফারুক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিয়া, বদরুদ্দোজা মিয়া, যুবদল সভাপতি সায়েম তালুকদার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মামুন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন অলি, সহ-দপ্তর সম্পাদক মোঃ তারিকুল ইসলাম (পান্নু), প্রচার সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
ভালুকা (ময়মনসিংহ)
ভালুকা উপজেলায় গত শনিবার বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) ৪০তম প্রতিষ্ঠা বার্ষির্কী উদ্যাপন উপলক্ষে ভালুকা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের  উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নেতাকর্মীরা দুপুরে বিভিন্ন ইউনিয়ন থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।  পরে ভালুকা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন আহাম্মেদদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমি মাসুদের পরিচালনায় উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুসহ বক্তব্য রাখেন, আনোয়ার উদ্দিন আহমেদ, অধ্যাপক হাদিছুর রহমান খান, শহীদুল্লাহ মন্ডল, গোলজার হোসেন, আঃ রহিম আকন্দ,উসমান গনি মলি¬¬ক মাখন, তারেক উল¬¬াহ চৌধুরী, মতিউর রহমান মিল্টন, মোহাইমিনুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ ইলিয়াস , মেহেদী হাসান বাবু, জহিরুল ইসলাম প্রমুখ।
সৈয়দপুর (নীলফামারী)
নীলফামারীর সৈয়দপুরে স্থানীয় মুর্তুজা ইন্সিটিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির অন্যতম সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এস.এম ওবায়দুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সামসুল আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর তারিক আজিজ, জেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রামানিক,  স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, ছাত্রদলের সভাপতি রেজওয়ান আকতার পাপ্পু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, জেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল খালেক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি‘র সিনিয়র সহ সভাপতি অধ্যাপক শেখ মো: মহিউদ্দিন, জেলা বিএনপি’র সহ-সভাপতি এড. মো: ফোরকান, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক বদরুল খায়ের চৌধুরী, যুগ্ম সম্পাদক মঞ্জুর উদ্দিন চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, জিয়াউদ্দিন চৌধুরী আশফাক, জেলা বিএনপি’র সিনিয়র নেতা এড. ফৌজুল আমিন, সাংগঠনিক সম্পাদক এস এম মামুন মিয়া, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো: শাহজাহান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মঞ্জুর আলম তালুকদার, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক এড. তাহের, অর্থ সম্পাদক মোফাজ্জল আহমদ চৌধুরী, পটিয়া উপজেলা বিএনপি’র সভাপতি আবদুল জলিল প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ